জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

প্রবাসীদেরকে জামিয়া ইসলামি দারুল উলুম নিশ্চিন্তপুর মাদ্রাসার পক্ষ থেকে  সংবর্ধনা ও সম্মামনা প্রদান

সৌদি ও মালদ্বীপ প্রবাসী গন কে জামিয়া ইসলামি দারুলউলুম নিশ্চিন্তপুর মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মামনা প্রদান করা হয়েছে।

বানিয়াচং উপজেলার ১১ নং মক্রমপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের জামিয়া ইসলামিয়া দারুলউলুম নিশ্চিন্ত পুর এর পক্ষ থেকে মুফতি নুরুল আমীন হবিগঞ্জীর পরিচালনায় সৌদি ও মালদ্বীপ ৫ জন প্রবাসী কে সংবর্ধনা ও সম্মমনা প্রাদন করা হয় এতে যারা সম্মানিত হয়েছেন, ১ মোহাম্মদ বাবুল মিয়া মালদ্বীপ প্রবাসী ২ মোহাম্মদ আল আমিন মিয়া মালদ্বীপ প্রবাসী ৩ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সৌদি প্রবাসী ৪ মোহাম্মদ জামাল আহমদ রাহুল সৌদি প্রবাসী ৫ মোহাম্মদ শাকিল মিয়া সৌদি প্রবাসী।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জানাব আব্দুল কাদির সাহেব সভাপতি অত্র মাদরাসা, জনাব হাঃ নুরুদ্দিন সাহেব শুভাকাঙ্ক্ষী অত্র মাদ্রাসা, জনাব সালু মিয়া সাহেব, সহ সভাপতি অত্র মাদরাসা, জনাব আব্দুল মুতিন সাহেব সিনিয়র সদস্য অত্র মাদরাসা, মাওঃআজিজুর রহমান নাজিমে তালিমাত অত্র মাদরাসা।

এছাড়া গ্রামের মান্যগণ্য ব্যক্তি বর্গ উপস্থিত থেকে মাদ্রাসার কল্যাণের ও উন্নয়নের কথা বলে আসস্থ করেছেন প্রবাসীগণ বলেছেন, মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্য নিজেদেরকে সর্বদা নিবেদিত রাখবেন।