৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ১:৩৯

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

ফান্দাউক দরবারের মরহুম সৈয়দ নাছিরুল হক মাসুম (রহঃ) এর সহধর্মীনির জানাযা সম্পন্ন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের সীমান্তবর্তী বি-বাড়িয়া জেলার নাছির নগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের মরহুম পীরে আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক মাসুম আলকাদরী চিশতী নকশে বন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রহঃ) এর সহধর্মীনি সৈয়দা জাকিয়া সুলতানা জানাযা সম্পান্ন হয়েছে৷ জনাযায় লাখো মুসল্লির ঢল হয়েছে৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, ১৮ এপ্রিল রবিবার ভোর ৫ টায় ফান্দাউক নিজ হাবেলীতে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৩ কন্যা, নাত-নাতনী, অসংখ্য আত্মীয় স্বজন সহ লক্ষাধিক ভক্ত বৃন্দ রেখে গেছেন।

মরহুমার চার পুত্র আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ সালেহ আহমেদ মামুন, হযরত মাওলানা সৈয়দ মঈনুদ্দীন আহমেদ, সৈয়দ আবু বকর সিদ্দিক, সৈয়দ বাকের মোস্তাফা ফান্দাউক হাবেলীতে বসবাস করছেন ।

মরহুম পীর হযরত শাহ সূফি আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক মাসুম (রহঃ) ২০০৮ সালে ২৬ শে ফেব্রুয়ারী ইন্তেকাল এর পর ফান্দাউক দরবার শরীফের গদ্দীনশীনের দায়িত্ব হযরত মাওলানা সৈয়দ সালেহ আহমেদ মামুন এর কাছে অর্পিত হয়। তাঁরই নেতৃত্বে ফান্দাউক দরবার শরীফে পরিচালিত হচ্ছে।

সৈয়দ জাকিয়া সুলতানা মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজন ও ফান্দাউক দরবার শরীফের ভক্ত বৃন্দদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এক নজর দেখার জন্য ফান্দাউক হাবেলীতে মানুষের ভীর জমে। রাত ১০ টায় ফান্দাউক মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে জানাযা নামাজ অনুষ্টিত হয়।

জানাযা নামাজ পড়ান মরহুমার বড় ছাহেব জাদা আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ সালেহ আহমেদ মামুন ও দোয়া পরিচালনা করেন মরহুমার পুত্র হযরত মাওলানা সৈয়দ মঈনুদ্দীন আহমেদ। জানাযা নামাজ শেষে ফান্দাউক দরবার শরীফে মরহুমা কে দাফন করা হয়।