জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে আত্বহত্যা করল এক পুলিশ সদস্য

নিজের ইস্যু করা অস্ত্র দিয়ে শাহ মো. কুদ্দুস (৩১) নামে হবিগঞ্জের এক পুলিশ সদস্য আত্মাহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর মিরপুর-১৪ নম্বর পুলিশ লাইন মাঠে এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাসিন্দা বলে জানা যায় । তবে তার পিতা ও গ্রামের নাম এখনও জানা যায়নি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিমউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত পুলিশ সদস্য মিরপুর-১৪ নম্বর ব্যারাকে থাকতেন, পদবি ছিলো নায়েক।

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, তার ফেসবুক স্ট্যাস্টাসের কথা আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি।