জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বাদ পড়লেন সিলেটের দুই মন্ত্রী

সিলেট প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর আগামী মেয়াদের জন্য নতুন মন্ত্রিসভা গঠন করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার বিকেলে এই মন্ত্রিসভায় স্থান পাওয়াদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব।

নতুন মন্ত্রিসভা থেকে সিলেটের দুই মন্ত্রী বাদ পড়েছেন। তাঁরা হলেন- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নতুন অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আ হ ম মুস্তাফা কামাল, শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ডা. দীপু মনি।

আবুল মাল আব্দুল মুহিত গত দুই মেয়াদের আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। একাদশ জাতীয় নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি। এবার তাঁর ছোট ভাই ড. এ কে আব্দুল মোমেন সিলেট-১ আসন থেকে নির্বাচন করে বিজয়ী হন। তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

অন্যদিকে, নুরুল ইসলাম নাহিদও গত দুই মেয়াদে শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন। একাদশ জাতীয় নির্বাচনে সিলেট-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন তিনি।