হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় গভীর রাতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদারের ভাইসহ ৭ জনকে জুয়ার বোর্ড থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) রাতভর মেজর কাজী ফয়সাল আহমেদের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালান। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বানিয়াচং সদর ইউনিয়নের যাত্রাপাশা মহল্লায় কুখ্যাত জুয়ার আস্তানায় হানা দিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিম গ্রামের আলী হায়দার তালুকদার (৭২), আফুজ মিয়া (৫২), মুতাব্বির মিয়া (৫০), বানিয়াচংয়ের গ্যানিংগঞ্জ নতুন বাজারের কাপড় ব্যবসায়ী সুমন মিয়া (৪৫), নবীউল (৫৩), মহন মিয়া (৩৫) ও মিয়াখানী মহল্লার আশিক মিয়া (৪৫)।
অভিযানে নগদ ১১,২৭০ টাকা, একটি মোটরসাইকেল, ৭টি মোবাইল ফোন ও ১০ প্যাকেট আমেরিকান তাসসহ জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।
পরে সেনাবাহিনী আটককৃতদের ভোর রাতে বানিয়াচং থানায় সোপর্দ করে।
বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তাফা বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।”