বানিয়াচংয়ে ৯ মার্ডার মামলার আসামি আ.লীগ নেতা গ্রেফতার, নৌকা থেকে লাফিয়ে হ্যান্ডকাপসহ পলায়ন!
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৬ নম্বর কাগাপাশা ইউনিয়নের আওয়ামী লীগ সহ-সভাপতি ও নৌকা প্রতীক নিয়ে পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বহুল আলোচিত ৯ খুন মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৪ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে তাকে তার নিজ গ্রাম বাগা হাতা বাতাকান্দী থেকে গ্রেফতার করা হয়। কিন্তু গ্রেফতারের পর পুলিশ যখন নৌকায় করে থানার দিকে রওনা দেয়, তখন আচমকাই আব্দুল মজিদ তার বাড়ির সামনে নৌকা থেকে লাফ দিয়ে পুলিশের হ্যান্ডকাপসহ পালিয়ে যায়।
ঘটনার পরপরই বানিয়াচং থানা পুলিশ বিপুল সংখ্যক সদস্য নিয়ে এলাকাটি ঘিরে ফেলে এবং আশপাশের গ্রামগুলোতে অভিযান চালায়।
এ বিষয়ে বানিয়াচং থানার কর্মরত এসআই সজিব হবিগঞ্জ নিউজকে জানান, বেলা ৩ ঘটিকার সময়; আমরা এখনও তাকে গ্রেফতার করার জন্য অভিযানে আছি।