জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচং নাইন মার্ডার মামলায় সাবেক ওসি দেলোয়ার গ্রেপ্তার

হবিগঞ্জের বানিয়াচংয়ে ২০২৪ সালের ৫ আগস্ট নয়জন ছাত্র-জনতা হত্যার মামলায় তৎকালীন থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

ডিবির সাবেক নাইন মার্ডার মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (ওসি তদন্ত) মো. আবু হানিফ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার (১৩ আগস্ট) রংপুর জেলা ডিবি পুলিশ রংপুর রেঞ্জ অফিসে পরিদর্শক পদে থাকা দেলোয়ারকে আটক করে। সেখান থেকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে সাতজন নিহত হন। এক সাংবাদিককে বিক্ষুব্ধরা পিটিয়ে হত্যা করলে মৃতের সংখ্যা দাঁড়ায় আটজন। পরদিন গুলিবিদ্ধ আনাস হাসপাতালে মারা গেলে মোট নিহত হয় নয়জন।

ঘটনার পর নিহতদের পরিবার, পুলিশের পক্ষ থেকে আলাদা দুটি মামলা এবং সাদিকুল হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দায়ের হয়। এ মামলায় রাজনৈতিক নেতা, পুলিশ সদস্য, প্রবাসীসহ অনেকে আসামি করা হয়। তদন্তে ট্রাইব্যুনালের প্রতিনিধিদল ইতোমধ্যে ৩০ জনের বেশি সাক্ষ্য গ্রহণ করেছে।