হবিগঞ্জের বানিয়াচংয়ে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৬ মে) সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের পাহারপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বানিয়াচং থানাধীন ১৪ নং মুরাদপুর ইউপির পাহারপুর গ্রামের পশ্চিম মির্জাপুর-গরচিয়া খালের উত্তর পাড়ে পানির মধ্যে উক্ত অজ্ঞাতনামা মহিলার লাশ পাওয়া যায়। তার আনুমানিক বয়স ৬৫ হতে ৭০ হবে।
যদি কোন ব্যক্তি উক্ত মহিলাকে শনাক্ত করতে পারেন তাহলে অফিসার ইনচার্জ বানিায়াচং থানা বরাবর যোগাযোগ করার জন্য বলা হইল।
যোগাযোগঃ
বানিয়াচং থানা
অফিসার ইনচার্জ (০১৭১৩৩৭৪৪০৪)
ডিউটি অফিসার (০১৭৩৩২৪১০৫১)