জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচংয়ে কৃষি প্রনোদনার বীজ ও সার বিতরন

বানিয়াচংয়ে কৃষি প্রনোদনার আওতায় কৃষি সম্প্রসারন বিভাগের মাধ্যমে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে।

২৮ নভেম্বর রবিবার দুপুর ১টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে সার ও বীজ বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ‘র সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামূল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরন করেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল,কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া। সাংবাদিক আশিকুল ইসলাম, আনোয়ার হোসেন, সাজ্জাদুর শাহ সুমন প্রমূখ।

কৃষি অফিস সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার ৪হাজার ৫শত কৃষককে কৃষি প্রনোদণার আওতায় ৫ কেজি করে বোরো ধানের বীজ ও ইউরিয়া ও এমপিও সার জনপ্রতি ২০ কেজি করে প্রদান করা হয়।

ইতিপূর্বে আরও ৬ হাজার জন কৃষককে ২ কেজি করে বোরো ধানের বীজ বিনামূল্যে প্রদান করা হয়েছে।

অনুষ্টানে প্রধান অতিথি সহ বক্তারা বলেন বর্তমান সরকার কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন।

কৃষককে কৃষি প্রনোদনা, ভর্তুকি মূল্যে সার ও কৃষি যন্ত্রাংশ সরবরাহ করে কৃষি ও কৃষককে সমৃদ্ধ করার পাশাপাশি কৃষি অর্থনীীতকে চাঙ্গা করছেন। এতে করে এদেশের কৃষককূল শক্ত বিত্তির উপর দাড়িয়ে দেশ গড়ার জন্য ভূমিকা রাখতে পারবেন।

এ সময় বক্তারা বানিয়াচংয়ের কৃষকদের সহযোগিতা পেতে যারা সাহায্য করছেন তাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন।