জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচংয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একজন গ্রেফতার

আকিকুর রহমান রুমনঃ- হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে ডিজিটাল নিরাপত্তা মামলার এক আসামীকে গ্রেফতার করেছেন।

গ্রেফতারকৃত আসামী হল ,বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আহাম্মদ আলীর পুত্র সবুজ মিয়া(৩৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাহরাইন প্রবাসীর স্রীর সঙ্গে সবুজের দীর্ঘ ৩বছর ধরে পারিবারিক ভাবে দু’জনের মধ্যে টাকা পয়সাসহ সবকিছুর লেনাদেনা চলে আসছিল।

অদ্য ৩মাস পূর্বে সবুজ ও ঐ প্রবাসী স্রীর সঙ্গে উভয়ের মধ্যে মনোমালিন্য চলে আসছিল।

এই বিষয়টি এক পর্যায়ে উভয়ের মধ্যে টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে সবুজ হবিগঞ্জ আদালতে চেকজালির মামলা দায়ের করেন।
এঘটনায় কিপ্ত হয়ে প্রবাসীর স্রী সবুজের বিরুদ্ধে বানিয়াচং থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রাপ্তি সাপেক্ষে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

এরই প্রেক্ষিতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)এমরান হুসেনের দিক নির্দেশনায় এসআই সামছুল ইসলাম সঙ্গীয় পোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৩ই সেপ্টেম্বর (শুক্রবার) রাত সাড়ে নয়টার দিকে স্হানীয় বড়বাজার এলাকা থেকে সবুজকে গ্রেফতার করা হয়।

পরে আজ ৪ঠা সেপ্টেম্বর(শনিবার) সকালে গ্রেফকৃত সবুজকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

তবে সবুজ গ্রেফতারের বিষয়টি এলাকায় জানাজানি হয়ে পড়লে,দিনভর লোকমুখে এবিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ সমালোচনা করা হয় এবং ঐ প্রবাসীর স্রীকে নিয়ে এবং তার খারাপ চরিত্র নিয়ে আলোচনা সমালোচনা ঝড় বইছে এলাকাবাসী ও যুব সমাজের আলাপ আলোচনাতে।