জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বা‌নিয়াচং‌য়ে দারুল কোরআন টাই‌টেল মাদরাসায় খতমে বুখারী অনুষ্ঠিত

দি‌লোয়ার হোসাইন

হ‌বিগ‌ঞ্জের বা‌নিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী দারুল কোরআন টাই‌টেল মাদরাসায় ১২‌ফেব্রুয়ারী শ‌নিবার মাদ্রাসা মস‌জি‌দে ফরেগীন ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে খতমে বুখারী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অত্র মাদ্রাসার প‌রিচালক মুফ‌তি জুনা‌য়েদ আহমদ এর সভাপ‌তি‌ত্বে ও শিক্ষা স‌চিব মাওলানা গোলাম কা‌দি‌রের প‌রিচালনায় উক্ত অনুষ্ঠা‌নে বুখারী শরীফের সমাপনী দরস প্রদান করেন উপমহাদেশের প্রখ্যাত আলেম ও জামেয়া নু‌রে ম‌দিনা মাদরাসার মহাপরিচালক আল্লামা শা‌য়েখ নুরুল ইসলাম ও‌লিপুরী। দ্বীনি আলোচনা করেন আল্লামা ফজলুর রহমান খান সহ অন্যান্য ওলামায়ে কেরামগণ।

এই বরকতময় খতমে বোখারী অনুষ্ঠানে অংশ গ্রহন করার এই এলাকার আলেম ওলামা ও হাদিস পিপাসু আলেম ওলামা ও দ্বীন দরদী মুসলমানদের ভীড় জমে।