৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৪:০০

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচংয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত

আকিকুর রহমান রুমনঃ- হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে।

সভায় ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান হায়দারুজ্জামান খানের উপর প্রতিপক্ষের লোকজনের হামলার বিষয়ে কোন কোন বক্তা নিন্দা জানিয়ে নিন্দা প্রস্তাব করেছেন।

একই ঘটনায় স্থানীয় সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান কে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মনগড়া পোস্ট দেওয়ার কারনে ও নিন্দা জানিয়েছেন বক্তারা।

১৬ মে সোমবার সকাল ১১টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি,উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার,অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন,ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক,বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ,খ্রিস্টান ও আধিবাসী ঐক্য পরিষদের সভাপতি বিপুল ভূষন রায়,অধ্যক্ষ স্বপন কুমার দাশ,ইমাম সমিতির সভাপতি মাওঃআতাউর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল,বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া,ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান,ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ,আরফান উদ্দিন,মঞ্জু কুমার দাশ,এরশাদ আলী,মাসউদ কোরাইশী মক্কী,হাফেজ শামরুল ইসলাম,জয়কুমার দাশ,আহাদ মিয়া,সাদিকুর রহমান,শেখ মিজানুর রহমান,নাসির উদ্দিন চৌধুরী প্রমূখ।

সভায় ফেব্রুয়ারী ও মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসের আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার বিষয়টি এপ্রিল মাসের রেজুলেশনে আসায় উদ্বেগ জানানো হয়েছে।

এছাড়া মাদক কারবারি ও জুয়ারীদেরকে আরও কঠোর হস্তে দমন করার জন্য কমিটির সদস্যরা অফিসার ইনচার্জের নিকট জোরালো দাবী জানিয়েছেন।