কামরুল হাসান কাজল, বানিয়াচং :
হবিগঞ্জের বানিয়াচংয়ে ১মশ্রেনীর ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে ৮ সন্তানের জনক সামছুল লস্কর (৬৫) নামে এক বৃদ্ধকে ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা করা হয়েছে। সে বানিয়াচং উপজেলার ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের আদমখানী গ্রামের জম্বু লস্কর ওরফে আব্দুল লস্করের পুত্র ।
জানা যায় যে, সোমবার (৭ জুন) দুপুরে উপজেলা সদরের ২নং ইউনিয়নের পাশে এ ঘটনাটি ঘটে। পাইকপাড়া গ্রামের মঞ্জিল মিয়ার শিশু কন্যা ২নং ইউনিয়ন অফিস সংলগ্ন স্থানে গাছের নিচ থেকে জাম কুঁড়াতে যায়। এসময় বৃদ্ধ সামছুল লস্কর শিশুটিকে ঝাপটে ধরে শ্লীলতাহানি করে। এলাকাবাসী ও ডাঃ মনির লস্করের সহযোগিতায় শিশুটি কে উদ্ধার করে বৃদ্ধকে আটক করা হয়। থানা পুলিশ তাকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে সামছুর লস্করকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা এবং অনাদায়ে আরও ২ মাসের জেল প্রদান করা হয়েছে।
এব্যাপারে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) বানিয়াচং ইফফাত আরা জামান ঊর্মি বলেন, সাক্ষ্য প্রমানের ভিত্তিতে উল্লেখিত আসামী দোষী সাব্যস্ত হওয়ায় দন্ড বিধি ৫০৯ ধারাতে মোতাবেক এ রায় ঘোষণা করা হয়েছে।