জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচং হাসপাতালে মেনিফোল্ড অক্সিজেন সঞ্চালন লাইন চালু

হবিগঞ্জে এই প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ চালু হলো মেনিফোল্ড অক্সিজেন সঞ্চালন লাইন। যার মাধ্যমে একসাথে ১৫ জন রোগীকে অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে।

আজ শনিবার (৪ সেপ্টেম্বর) বানিয়াচং উপজেলা পরিষদের উদ্যোগে এবং দাতা সংস্থা জাইকার অর্থায়নে প্রায় ১১ লক্ষ টাকা ব্যায়ে এ প্রকল্পটির উদ্ভোধন করা হয়।

উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং- আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খাঁন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামিমা আক্তার প্রমুখ।

একই সাথে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাও অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদ এবং সংসদ সদস্য এর পক্ষ থেকে হাসপাতালের সার্বিক উন্নয়নে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। মিটিং শেষে এমপি আব্দুল মজিদ খান হাসপাতাল পরিদর্শন করেন তিনি ।