১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৫৬

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বাহুবলের ৭ ইউপির ৮৪ সদস্যের শপথ গ্রহণ

জুবায়ের আহমেদঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ৬৩ জন সাধারণ সদস্য ও ২১ জন সংরক্ষিত নারী সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ২ ঘটিকার সময় উপজেলা পরিষদ হল রুমে নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ বাক্য পাঠ করান বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হুসেন শাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি সভাপতি মোঃ নুরুল ইসলাম নুর, ৫নং লামাতাসী ইউপি চেয়ারম্যান আ,ক,ম উস্তার মিয়া তালুকদার, ১নং স্নানঘাট ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হক রাহিন, ৬নং মিরপুর ইউপির চেয়ারম্যান মোঃ শামীম আহমেদ সহ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সাংবাদিক ও উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য যে, গত ৩১ জানুয়ারী বাহুবল উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০ টার সময় হবিগঞ্জ জেলা প্রশাসকের হল রুমে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে তাদেরকে বাক্য পাঠ করান জেলা প্রশাসক ইশরাত জাহান।

বৃহস্পতিবার বিকাল ২ টার সময় বাহুবল উপজেলা পরিষদ হল রুমে নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার।