হবিগঞ্জের বাহুবল থানার পুলিশ অভিযান চালিয়ে অবৈধ পথে পাচারকালে ৫টি বড় আকৃতির কালো রঙের গাভী মহিষ ও একটি টয়োটা কোম্পানির পিকআপ ভ্যানসহ দুইজনকে আটক করেছে।
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (০৪ নভেম্বর ২০২৫) ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে।
বাহুবল থানাধীন ৬নং মিরপুর ইউনিয়নের তিতারকোনা এলাকায়, ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীমঙ্গল মোটরসের সামনে থেকে এই অভিযান পরিচালনা করা হয়।
বাহুবল থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে অবৈধভাবে পাচারকৃত পশু ও যানবাহনসহ দুইজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


