হবিগঞ্জের বাহুবলে বেপরোয়া গতিতে চালানো মোটরসাইকেল আরোহীকে বাচাতে অল্পের জন্য রক্ষা পেলেন এনা পরিবহনের অর্ধশতাধিক যাত্রী। ব্রিজের রেলিং এর কারণে বড় ধরণের দূর্ঘটনা থেকে রক্ষা পেলেও এনা পরিবহনের একপাশ একেবারে দুমড়ে মুছড়ে যায়।
আজ শনিবার (২৩ অক্টোবর) সন্ধায় বাহুবল উপজেলার মিরপুর বাজারে এদূর্ঘটনা ঘটে।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, শনিবার সন্ধায় ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি বাস মিরপুর বাজারের ব্রিজের কাছে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল আসলে তাকে বাচাতে এনা পরিবহনের বাসটি ব্রিজের পাশে রেলিং এর সাথে ধাক্কা লেগে ঝুলে যায়। এতে মোটরসাইকেল আরোহীসহ বাসের কেউ আহত হয়নি।
এসময় রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজট লেগে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় যানজট নিরসন করলে যান চলাচল স্বাভাবিক হয়।