সাজিদুর রহমান:
“জুলাই শহীদ দিবস–২০২৫” উপলক্ষে হবিগঞ্জের বাহুবলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহবুবুল ইসলাম এবং বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল ইসলাম।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলা জামায়াতের আমীর ডা. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রকিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী, কৃষি কর্মকর্তা চিন্ময় কর অপু, প্রাণিসম্পদ কর্মকর্তা আলী আকবর খান, অধ্যক্ষ আব্দুর রব শাহিন, বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান জাহাঙ্গীর, মিয়া মোহাম্মদ সিজিল, তোফায়েল আহমেদ, সুজন মিয়া, মীর্জা সাহাম, হাফিজুর রহমান, নবীর হোসেন হৃদয় ও লিটন মিয়া প্রমুখ।
আলোচনায় বক্তারা “জুলাই ঘোষণা পত্র” দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, দেশের ইতিহাস ও শহীদদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে জুলাই মাসকে শহীদ মাস হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার দাবি এখন সময়ের দাবি।