হবিগঞ্জের বাহুবলে রাত্রিকালীন বিশেষ অভিযানে অবৈধ পথে ভারতীয় শাড়ি পাচারকালে তিন জনকে আটক করেছে বাহুবল থানা পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫ খ্রি.) ভোর রাত আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে ৭নং ভাদেশ্বর ইউনিয়নের ইসলামপুর (বাগানবাড়ী) স্টার ব্রিক ফিল্ডের সামনে ঢাকা–সিলেট মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে একটি ডিআই পিকআপ গাড়ির পিছনে থাকা ছয়টি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে মোট ২৫৫ পিস বিভিন্ন রঙের ভারতীয় জর্জেট শাড়ি উদ্ধার করা হয়।
এ ঘটনায় পাচারে জড়িত তিন জনকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়। শাড়িগুলো পাচারকালে ব্যবহৃত পিকআপ গাড়িটি জব্দ করা হয়েছে বলেও জানায় পুলিশ।
এ বিষয়ে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

