২২ এপ্রিল (বৃহস্পতিবার) রাত সাড়ে বারোটায় রশিদপুর গ্যাস ফিল্ড সংলগ্ন বাহুবল-শ্রীমঙ্গল মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে সিএনজিতে অবস্থানরত চার গাঁজাসেবীকে আনুমানিক দেড় কেজি গাঁজাসহ আটক করা হয়েছ।
আটককৃতদের প্রত্যেককে মোবাইল কোর্টের মাধ্যমে গাঁজা সেবন, ব্যবহার ও বহন করার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।
দণ্ডাদেশগুলো প্রদান করেন জনাব খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাহুবল। এ সময় বাহুবল মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।