জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বা‌নিয়াচং সারং বাজারের ব্যকস এর কমিটি গঠন

দি‌লোয়ার হোসাইন: বা‌নিয়াচং উপজেলার সারং বাজার ব্যক‌সের কমিটি গঠন করা হয়েছে।

গতকাল ২১ জুন সোমবার রা‌তে সারং বাজার জা‌মে মস‌জি‌দের মক্ত‌বে বাজা‌র ক‌মি‌টির উপ‌দেষ্টা মন্ডলীয় সদস্য‌দের উপ‌স্থি‌তি‌তে এবং সারং বাজার এর সকল ব্যবসায়ীর উপ‌স্থি‌তি‌তে তাদের প্রত্যক্ষ ভো‌টে সারং বাজার ব্যক‌সের এই নতুন কমিটি গঠন করা হয়।

খেলু মিয়া কে সভাপতি আমির হো‌সেন কে সহ সভাপ‌তি, ঈমাণ আলী কে সাধারণ সম্পাদক এবং অণু মিয়াকে অর্থ সম্পাদক ক‌রে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হ‌য়ে‌ছে ।

এ ব্যাপারে কমিটির নবনিযুক্ত সভাপ‌তি খেলু মিয়া প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমরা সারং বাজারকে নব উদ্যমে সাজাবো। দুর্নীতি মুক্ত এবং সুশৃঙ্খল বাজার প্রতিষ্ঠা করার লক্ষে আমরা একসাথে কাজ করে যাব ইনশাআল্লাহ।