জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বিএনপির ড. রেজা কিবরিয়ার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে নির্বাচনী মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার সঙ্গে হাড্ডাহাড্ডি অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী, প্রবীণ রাজনীতিবিদ ও বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া।

 

দলীয় মনোনয়ন না পেলেও তৃণমূলের বিপুল সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন শেখ সুজাত মিয়া। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, এলাকার উন্নয়নে ভূমিকা এবং ব্যক্তিগত গ্রহণযোগ্যতাকে পুঁজি করে তিনি গ্রাম-গঞ্জে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

 

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, শেখ সুজাত মিয়া একজন পরীক্ষিত ও পরিচিত মুখ হওয়ায় তৃণমূল পর্যায়ে তার সমর্থন দিন দিন বাড়ছে। অন্যদিকে, ড. রেজা কিবরিয়াও দলীয় পরিচয় ও শিক্ষিত সমাজের সমর্থন নিয়ে শক্ত অবস্থানে রয়েছেন। ফলে এই আসনে মূলত দ্বিমুখী লড়াইয়ে রূপ নিচ্ছে নির্বাচন।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় ভোটব্যাংক বনাম তৃণমূলের আবেগ—এই দ্বন্দ্বই শেষ পর্যন্ত ফলাফল নির্ধারণ করবে। শেষ মুহূর্তে কার পক্ষে জনমত ঝুঁকে পড়ে, সে দিকেই তাকিয়ে রয়েছে পুরো হবিগঞ্জ-১ আসনের ভোটাররা।

এদিকে উভয় প্রার্থীর সমর্থকরা নিজ নিজ অবস্থান থেকে নির্বাচনী প্রচারণা জোরদার করায় নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। আসন্ন ভোটে এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠেছে।