জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক আলোচনা

হবিগঞ্জের বিয়াম ল্যাবরেটরি স্কুলে অনুষ্ঠিত হলো স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম ও পুষ্টি বিষয়ক একটি সচেতনতামূলক আলোচনা সভা।

২০ জুলাই (রবিবার)  এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার সিভিল সার্জন জনাব ডা. রত্নদ্বীপ বিশ্বাস

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শরীফ মোঃ সানজিদ জামান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জনাব কলিমউল্লাহ শিকদার, জেলা শিক্ষা অফিসারের প্রতিনিধি, বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ

সিভিল সার্জন মহোদয় কোমলপ্রাণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনিরাপদ ও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস বর্জনের আহ্বান জানান। তিনি সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে সুস্থ ও কর্মক্ষম জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি জানান, “জনস্বার্থে এ কার্যক্রম জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে পরিচালিত হবে।”

এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি, ভবিষ্যৎ প্রজন্মকে আরও সুস্থ, সবল ও সচেতন করে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।