১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ১:১০

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বিশ্ব ডায়াবেটিক দিবস পালন হয়েছে হবিগঞ্জে

সারা বিশ্বের ন্যায় হবিগঞ্জেও ডায়াবেটিক দিবস পালন করা হয়েছে।

এবারের প্রতিপাদ্য হচ্ছে “আসুন, পরিবারকে ডায়াবেটিসমুক্ত রাখি” এ উপলক্ষে বৃহস্পতিবার হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রথম পর্যায়ে সকাল ৭টায় কোর্ট স্টেশন চাষী বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয়। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে সহশ্রাধিক রোগীদের ডায়াবেটিক রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা কার্যক্রম দেওয়া হয়। মেডিকেল ক্যাম্পে অংশগ্রহন করেন হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সুদীপ রায়, হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য নিয়াজুল বর চৌধুরী, অফিস সেক্রেটারী ফজলুল করিম, ল্যাব টেকনোলজিষ্ট পলাশ চন্দ্র সরকার ও আব্দুল্লাহ মিন্টু প্রমুখ। দ্বিতীয় পর্যায়ে সকাল ১০টায় হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে সমিতির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও অফিস সেক্রেটারী মোঃ ফজলুল করিমের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ডায়াবেটিক বিশেষজ্ঞ হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, সমিতির কোষাধ্যক্ষ ফণী ভূষন দাস, সমিতির সদস্য ডাঃ জমির আলী, মেডিকেল অফিসার ডাঃ শফিকুল ইসলাম, ডাঃ এস এস আল আমিন সুমন, ডাঃ সুদীপ রায়, ডাঃ নিলুফা ইয়াছমিন (সুমি) প্রমুখ। অনুষ্ঠানে তথ্য প্রকাশ করা হয় যে, হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে সপ্তাহে প্রতি শনিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত আউটডোরে রোগী দেখা হয়। কিডনী ডায়ালাইসিস সহ গাইনি বিভাগ চালু হয়েছে এবং অত্যাধুনিক যন্ত্রাপাতি দ্বারা অত্যান্ত সূলভ মূল্যে সকল ধরনের পরিক্ষা-নিরিক্ষা করা হয়।