জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বৃন্দাবন সরকারি কলেজে ‘শাহ আবদুল করিমের গান: অনন্য স্বাতন্ত্র্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আজ বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ-এর বাংলা বিভাগে ‘শাহ আবদুল করিমের গান:অনন্য স্বাতন্ত্র্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আজহারুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইলিয়াছ বখত চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সম্মানিত উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের প্রধান জনাব সৈয়দা রকিবুন্নাহার, সহকারী অধ্যাপক জনাব তানসেন আমিন, প্রভাষক মিলি আক্তার তমা। সভায় দর্শন বিভাগের বিভাগীয় প্রধান জনাব তোফাজ্জল আলীসহ অতিথি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে ড. মোহাম্মদ আজহারুল ইসলাম শাহ আবদুল করিমের গানের সার্বিক দিক উল্লেখ করে বলেন, “গানের বিষয়বৈচিত্র্য, জীবনদৃষ্টি ও গানের সুরের বিশিষ্টতায় লোককবিদের মধ্যে সহজেই তিনি আলাদারূপে চিহ্নিত হন। মানুষ ও পরমসত্তার প্রতি এক সর্বব্যাপী প্রেমের নানামাত্রিক প্রকাশই তাঁর গানকে অনন্যতা প্রদান করেছে।”

উপস্থিত-শিক্ষার্থীরা
উপস্থিত শিক্ষার্থীরা।

সভায় বক্তগণ, এই সময়ে শাহ আবদুল করিমের অসাম্প্রদায়িক জীবনদৃষ্টি অনুধাবনের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব আরোপ করেন।