হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা ৯নং নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর,হযরত শাহ শরীফ উদ্দিন বাগদাদী (রহঃ) সুন্নী যুব সংঘের উদ্যোগে ৫ম বার্ষিক সুন্নী মহাসম্মেলন প্রচন্ড বৃষ্টির মধ্যেও সম্পন্ন হয়েছে ।
সুন্নী মহাসম্মেলনে ওলামায়ে কেরামগণ কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করতে গিয়ে বলেন মানব জীবনে প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা (স.) এর আদর্শ অনুসরণই বাংলাদেশ তথা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। বক্তাগণ আরও বলেন, আজ মুসলিম জাতি এ আদর্শ থেকে বিচ্ছিত হওয়ার কারণেই দেশ তথা সমাজে অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে। তাই ব্যক্তি ও সমাজ জীবনে প্রিয় নবী (স.) তথা আউলিয়ায়ে কেরামের অনুসরণ ও অনুকরণ করে শান্তিময় সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।
০৫ ডিসেম্বর ২০২১ ইংরেজি রোজ রবিবার বাদ আছর থেকে রাত্র ২ ঘটিকা পর্যন্ত শাহপুর নতুন বাজারের পচ্চিম পাশে একটি স্হায়ী জায়গায় অনুষ্ঠিত সুন্নী মহাসম্মেলনে ওলামায়ে কেরামগণ উপরোক্ত আলোচনা করেন। নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরিফের পীরজাদা সৈয়দ মোঃ দস্তগীর সাহেবের সভাপতিত্বে – শাহপুর শাহ্ শরীফ উদ্দিন বাগদাদী (রহঃ) মাজার মসজিদের ইমাম মাওলানা ক্বারি মোঃ ফয়সল মিয়ায় পরিচালনায় অনুষ্ঠিত সুন্নী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন, হযরত মাওলানা আমজাদ হোসেন জালালি সাহেব ” লাকসাম কুমিল্লা ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা ক্বারী মিজানুর রহমান আজিজি আল-কাদরী সাহেব ” খাদেম, দাতমন্ডল দরবার শরীফ ।
প্রধান বক্তা হিসেবে উপস্তিত ছিলেন- মাওলানা শামীম রেজা সুন্নী আল-কাদরী সাহেব নাসিরনগর,ব্রাক্ষণবাড়িয়া।
সুন্নী মহাসম্মেলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন “শাহপুর আলীনগর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ কাওসার আহমেদ, মাওলানা ক্বারি মোঃ আব্দুল্লাহ- আল মামুন । মাওলানা মোঃ মুক্তাদির হোসেন সহ প্রমুখ৷
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৯নং নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সিকান্দর সরদার / আসন্ন অত্র পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আদম খাঁ ।
মাহফিল নিবেদক ও পরিচালক কমিটির পক্ষে বক্তব্য রাখেন আসন্ন ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শেখ মোহাম্মদ বাহার।
মাহফিল আয়োজক কমিটির দ্বায়িত্বে ছিলেন-মোঃ আমির আলি, মোঃ আশিক মিয়া, মোঃ জাবেদ চৌধুরী,মোঃ মোয়াস্বির হোসেন , সহ প্রমুখ ।