জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নে আজ বৃহস্পতিবার অবৈধভাবে বালি ও মাটি উত্তোলন বিরোধী এক অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্টদের না পাওয়া গেলেও এ সময় তিনটি মেশিন এবং প্রায় দুই কিলোমিটার পাইপ বিকল করে দেওয়া হয়।

তবে ড্রেজার পরিচালনাকারীদের আটক করা যায়নি। অভিযান পরিচালনাকারীদের দেখেই তারা পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে অবৈধভাবে চালিত এসব ড্রেজার মেশিনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে মাধবপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশের একটি দল।

অভিযান শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম বলেন, ঘটনাস্থলসমূহে অভিযান চালিয়ে সর্বমোট ০৩ (তিন) টি ড্রেজার মেশিন ও প্রায় দুই কি.মি. দীর্ঘ ড্রেজার পাইপসহ বালু উত্তোলনের আনুষঙ্গিক যন্ত্রাংশ পাওয়া যায় যা উপস্থিত সকলের সামনে আগুনে পুড়িয়ে অকার্যকর করা হয়। তিনি আরো বলেন নদী ও জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন কারীদের কোন ছাড় দেওয়া হবে না।