জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

হবিগঞ্জের মাধবপুরে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রবিবার ইফতারের আগ মুহুর্তে গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশ রেল গেইট এলাকা থেকে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটকৃতরা হল, শায়েস্তাগঞ্জ উপজেলার শৈলজুড়া জালালাবাদ গ্রামের মৃত সুরত আলী সরদারের পুত্র তছকির মিয়া মেম্বার ও গৌরবপুর গ্রামের ইয়াদুল হোসেন লুদনের পুত্র আশিকুর রহমান। এ সময় তাদের দেহ তল্লাশী করে ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গোলাম মোস্তফা জানান, দুইজন ৪ বোতল ফেনসিডিল নিয়ে হবিগঞ্জ আসছিল। কিন্তু পুলিশকে দেখে এক বোতল সেবন করে ফেলে। তাই ৩ বোতল জব্দ করা সম্ভব হয়েছে।