জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে লামিয়া বেগম নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর একটার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়া বই গ্রামে এই ঘটনা ঘটে।

লামিয়ার পরিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে অন্য শিশুদের সাথে লামিয়া খেলতে বের হয়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে থাকে এবং অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পুকুরে তার লাশ ভাসতে দেখেন।

পরে তাকে তুলে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশু লামিয়া সোয়া বই গ্রামের দুলাল মিয়ার মেয়ে।

ধর্মঘর ইউপি চেয়ারম্যান সামছুল ইসলাম ইসলাম কামাল বিষয়টি নিশ্চিত করেন।