জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে বন বিভাগ ও র‍্যাবের যৌথ অভিযানে কাঠ বোঝাই ট্রাক্টরসহ ৩ জন আটক

হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানে কাঠ পাচারকারী তিনজনকে আটক করা হয়েছে। এসময় আকাশমনি ও অন্যান্য প্রজাতির কাঠ বোঝাই নাম্বারবিহীন দুটি ট্রাক্টরও জব্দ করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে রঘুনন্দন রেঞ্জাধিন জগদীশপুর বিট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বন বিভাগের ফরেস্টার ও জগদীশপুর স্টেশন অফিসার মোঃ গোলাম কাদির এবং র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টহল দল।

আটককৃতরা হলেন—
১। মোঃ সাইফুল মিয়া (৩০), পিতা: মৃত গাফফার মিয়া, মাতা: মনোয়ারা খাতুন, সাং: রসুলপুর, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ।
২। পান্না মুন্ডা (৩৫), পিতা: শিবলাল মুন্ডা, মাতা: মনিতা মুন্ডা, সাং: সুরমা চা-বাগান (রেঙ্গু টিলা), থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ।
৩। মঙ্গল মুন্ডা (৩৬), পিতা: বিজয় মুন্ডা, মাতা: দুর্গা মুন্ডা, সাং: সুরমা চা-বাগান (রেস্তু টিলা), থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ।

বন বিভাগ জানায়, আটককৃত আসামীদের আগামীকাল  সকাল ৯টায় হবিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বন আদালতে সোপর্দ করা হবে। এর আগে তাদের মাধবপুর থানায় হেফাজতে রাখা হবে।