জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে র‍্যাব-৯ এর অভিযানে ৫০ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারায়নপুর এলাকায় র‌্যাব-৯ এর পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে এই অভিযান পরিচালনা করে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রফিক মিয়া (২৪), পিতা-মৃত কাশেম আলী, সাং-মির্জাপুর (বৌলাছড়া), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে রফিক মিয়ার হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়, যা সড়কপথে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

র‌্যাব সূত্রে আরও জানানো হয়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক তাকে এবং জব্দকৃত আলামতকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

🎙️ র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়—

“মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে আমাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে র‌্যাব-৯ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

উল্লেখ্য, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করে আসছে