জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে ২২ বছর ধরে মসজিদের মুয়াজ্জিনকে ফ্রি খাবার দিচ্ছেন হোটেল মালিক

মুজাহিদ মসি: হবিগঞ্জের মাধবপুরে ব্যতিক্রমী মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন এক হোটেল মালিক। প্রায় ২২ বছর ধরে প্রতিদিন মসজিদের এক মুয়াজ্জিনকে বিনামূল্যে মাছ-মাংস দিয়ে ভাত খাওয়াচ্ছেন তিনি।

মনতলা স্টেশন বাজারের কলেজ রোডে অবস্থিত জিলানী হোটেল এন্ড রেস্টুরেন্ট-এর মালিক আব্দুল কাইয়ুম (পিতা: আব্দুল মন্নান, গ্রাম আউলিয়াবাদ)। তিনি মনতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশাদার মুয়াজ্জিন মোহাম্মদ আলীকে প্রতিদিন একবেলা খাবার খাওয়াচ্ছেন দীর্ঘ ২২ বছর ধরে।

জানা যায়, মানবিক কারণে এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাইয়ুম মিয়া এই কাজ করে যাচ্ছেন। প্রতিদিনের খাবারের বিল একশ থেকে দেড়শ টাকা হলেও তিনি এর কোনো প্রচার চান না। ২২ বছরে এ খরচ প্রায় আট লাখ টাকায় দাঁড়িয়েছে। তবুও তিনি একে আল্লাহর রহমত হিসেবে দেখেন।

হোটেলের কর্মচারী লিটন দেব বলেন, “আমরা মায়া করে তাকে খাওয়াই। তিনি যা খেতে চান তাই পরিবেশন করি। বয়সের কারণে এখন আগের মতো বেশি খেতেও পারেন না।”

হোটেল মালিক আব্দুল কাইয়ুম বলেন, “মানুষ হিসেবে এটা বড় কোনো কাজ নয়। রিজিকের মালিক আল্লাহ। মুয়াজ্জিন সাহেবকে খাওয়াতে পারাটা আমাদের জন্য গর্বের।”

মুয়াজ্জিন মোহাম্মদ আলী আবেগভরে বলেন, “হোটেলটা আমার ঘরের মতো হয়ে গেছে। এরা আমাকে ভালোবেসে খাওয়াচ্ছে, আর আমি নামাজে গেলে স্বয়ংক্রিয়ভাবে তাদের জন্য দোয়া করি।”

এ অনন্য উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মাধবপুরের ইউএনও মুজিবুল ইসলাম, স্থানীয় ইউপির প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন ও মসজিদ কমিটির সভাপতি মাওলানা নুরুজ্জামানসহ এলাকার বিশিষ্টজনেরা।