জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাহমুদুল কবির মুরাদের বিদায়,দায়িত্ব বুঝে নিলেন নতুন জেলা প্রশাসক

হবিগঞ্জবাসির নির্মল ভালবাসা আর অশ্র“ সিক্ত নয়নে বিদায় নিয়েছেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। তার স্থলাভিষিক্ত হয়েছেন নতুন জেলা প্রশাসক কামরুল হাসান। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার বুঝে নেন তিনি। এর পুর্বে তিনি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।উল্লেখ্য, সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বদলিত সংক্রান্ত একটি আদেশে জারি করা হয়। আদেশে হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয় মোঃ কামরুল হাসানকে। বিদায়ী জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।