১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১২:৫৯

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মিষ্টি কুমড়ো চাষ করে আর্থিকভাবে সাফল্য লাভ

হাসান আলী, চুনারুঘাটঃ হবিগঞ্জের চুনারুঘাটে মিষ্টি কুমড়ো চাষ করে এক দরিদ্র কৃষক আর্থিকভাবে সাফল্য লাভ করেছে।

এ উপজেলার কেউন্দা গ্রামের দরিদ্র কৃষক মীর সিরাজ উদ্দিন গত সেপ্টেম্বর মাসে ৯ শতাংশ জমিতে হাইব্রিড জাতের মিষ্টি কুমড়ো চাষ করেন।

জানুয়ারী মাস পর্যন্ত ২০ হাজার টাকার মিষ্টি কুমড়ো বিক্রি করেছেন। তবে আরো ১৫ থেকে ২০ হাজার টাকার মিষ্টি কুমড়ো বিক্রি করা সম্ভব হবে বলে তিনি জানান।

এছাড়া তিনি একজন আদর্শ কৃষক এবং মৎস্যচাষী হিসেবে ২০১৭ সালে ক্ষুদ্র একটি পুকুরে মৎস্য চাষ করে সাফল্য লাভ করায় উপজেলা মৎস্য অফিস তাকে পুরস্কৃত করে ও সনদপত্র প্রদান করে। তিনি এলাকার একজন সবজি চাষে পারদর্শী কৃষক হিসেবে পরিচিত।

প্রতিটি মিষ্টি কুমড়ো ১০ থেকে ৩০ কেজি পর্যন্ত ওজন হয়েছে। তার কুমড়ো চাষের সাফল্য থেকে এলাকার অনেক কৃষকই এই মিষ্টি কুমড়ো চাষের প্রতি আগ্রহ দেখিয়েছেন।

দরিদ্র কৃষক আর্থিক স্বাবলম্বী হলেও নিজস্ব জমি-জমা তেমন না থাকায় তাহার ইচ্ছানুযায়ী সবজি চাষ করা সম্ভব হচ্ছে না।

তবে তিনি বলেন, ধৈর্য, সততা ও ইচ্ছা থাকলে অল্প জমিতেও ফসল ফলিয়ে আর্থিকভাবে স্বচ্ছল হওয়া সম্ভব।