জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

 

সারা দেশের ন্যায় হবিগঞ্জের লাখাই উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫

মঙ্গলবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনিই বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহিতুল ইসলাম

আলোচনার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মুস্তাফিজুর রহমান এবং গীতা পাঠ করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার প্রণয় কান্তি মালদার

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লাখাই থানার অফিসার ইনচার্জ বন্দে আলী মিয়া, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রূপম, বামৈ ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন ফুরুক, পল্লী উন্নয়ন বোর্ড (পজিব) কর্মকর্তা কে এম সাহেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শাহেদুল ইসলাম, লাখাই প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলী নেওয়াজ, সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা জুলহাস কাজী, সমন্বয়ক শামীম আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র পুনরুদ্ধার ও জনতার অধিকার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক মাইলফলক। শহীদদের আত্মত্যাগ আজও জাতিকে অনুপ্রাণিত করে।”
সভায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শেষে তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ছাড়াও স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।