‘জুলাই পুনর্জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে সমাজ গঠনে শপথ গ্রহণ ও আলোচনা সভা লাখাই উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাশ অনুপ।
এছাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহিতুল ইসলাম, পজিব কর্মকর্তা কে এম সাহেদ, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী, লাখাই প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলী নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, লাখাই জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি পারভেজ হাসান এবং সমন্বয়ক শামীম উপস্থিত ছিলেন।
ভার্চুয়াল এই সভায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সমাজের গণ্যমান্য ব্যক্তি, নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। সভায় যুব সমাজকে সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের জন্য শপথ করানো হয় এবং একটি সুস্থ, সুন্দর ও সচেতন সমাজ গঠনের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।