৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ১:১০

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ের করাব ইউনিয়নে চুরি ডাকাতি রোধে করণীয় শীর্ষক সভা অনুষ্টিত

লাখাই উপজেলার করাব ইউনিয়ন এলাকায় সাম্প্রতিক কালে চুরি ডাকাতি বৃদ্ধি পাওয়ায় তা প্রতিরোধে ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রতিরোধ মূলক সভা অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (১১ই মার্চ) উপজেলার ৫ নম্বর করাব ইউনিয়নের আয়োজনে চুরি ডাকাতি রোধে করণীয় শীর্ষক সভা ইউনিয়ন কমপ্লেক্স ভবনের মিলনায়তনে অনুষ্টিত হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ এর সভাপতিত্বে ও বীট অফিসার এসআই আবুল বাশার এর সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমূল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সম্পাদক মোঃ জুয়েল রানা।

আলোচনায় অংশ নেন লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দীন, বুল্লাবাজার ব্যকস এর সাবেক সভাপতি মোঃ বাদশা মিয়া, আব্দুল মোত্তালেব, দুলাল আহমেদ মেম্বার, মোঃ শফিক মিয়া মেম্বার, জামাল তালুকদার মেম্বার, তাজুল ইসলাম, মহিলা মেম্বার সফুরা, তাসলিমা আক্তার প্রমুখ।

সভায় করাব ইউনিয়নে সাম্প্রতিককালে চুরিডাকাতি বেড়ে যাওয়ায় তা রোধে এবং এর সাথে সম্পৃক্তদের আইনের আওতায় আনার লক্ষ্যে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নৈশকালীন পাহারার ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত হয়।

প্রতিটি ওয়ার্ডে সংশ্লিষ্ঠ মেম্বারের নেতৃত্বে কমিটি গঠন করে চুরি ডাকাতি বন্ধের উদ্যোগ নেওয়া হয়।পুলিশ প্রসাশন ও জনপ্রতিনিধি ও এলাকার সলকের ঐক্যবদ্ধ প্রয়াসে আমাগী ১৫ দিন এ কার্যক্রম চালানোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমূল বলেন পুলিশ প্রশাসন, সকল জনপ্রতিনিধি ও ইউনিয়নের সর্বস্তরের জনগনের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে চুরি ডাকাতি নির্মূল করতে হবে।এলাকায় যারা চুরি ডাকাতির সাথে সম্পৃক্তা রয়েছে তাদের চিন্হিত করে আইনের আনতে হবে। এ ক্ষেত্রে নিরপেক্ষভাবে সম্মিলিত প্রয়াসের বিকল্প নেই।জনগনের সম্পদ রক্ষায় কোন প্রকার ছাড় দেওয়া হবে সে যেই হোক।

তিনি নবনির্বাচিত চেয়ারম্যান, মেম্বারদের জনগনের সম্পদ রক্ষায় চ্যালেঞ্জ হিসাবে নেওয়ার আহবান জানান।