জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে লকডাউন কার্যকরে প্রশাসনের অভিযান

দেশব্যাপী চলমান তৃতীয় ধাপে লকডাউনের ১ম দিনে লাখাইয়ে লকডাউন কার্যকরে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) সারাদেশের ন্যায় লাখাইয়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারা এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫ (২) ধারায় মোট ০৬ টি মামলায় ০৬ জনকে মোট ১৬,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং।
এ সময় সকলকে মাস্ক পড়তে উদ্ধুদ্ধ করা হয় এবং বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়ার জন্যে অনুরোধ করা হয়।