দেশব্যাপী চলমান তৃতীয় ধাপে লকডাউনের ১ম দিনে লাখাইয়ে লকডাউন কার্যকরে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে।
শুক্রবার (২৩ জুলাই) সারাদেশের ন্যায় লাখাইয়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারা এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫ (২) ধারায় মোট ০৬ টি মামলায় ০৬ জনকে মোট ১৬,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং।
এ সময় সকলকে মাস্ক পড়তে উদ্ধুদ্ধ করা হয় এবং বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়ার জন্যে অনুরোধ করা হয়।