হবিগঞ্জের লাখাই উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অন্তর্গত মেদি বিল হাওরের সেচ প্রকল্প থেকে তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেচ প্রকল্পের মালিক মোঃ এমদাদুল হক লাখাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৭ জুলাই দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা সেচ প্রকল্পের মাঠ থেকে তিনটি ১০ কেভি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। এতে সেচ প্রকল্পটি অচল হয়ে পড়েছে। ট্রান্সফরমার ছাড়া প্রকল্পটি চালু করা সম্ভব নয় বলে জানিয়েছেন মালিক। চুরি যাওয়া ট্রান্সফরমার উদ্ধারের জন্য তিনি থানায় অভিযোগ করেন।
এমদাদুল হক জানান, “আমাদের সেচ প্রকল্পটি প্রায় ১০-১২ বছর ধরে কার্যক্রম চালিয়ে আসছে। সম্প্রতি ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়ে গেছে। চোরদের কারণে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। ইয়াবা, গাঁজা, মদ ও জুয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে, যা এসব চুরির পেছনে অন্যতম কারণ। ট্রান্সফরমার না থাকায় এবার সেচ দিতে আমার অনেক কষ্ট হবে। তবে আমি আশা করছি আইনশৃঙ্খলা বাহিনী আমার ট্রান্সফরমার উদ্ধার করবে।”
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। ট্রান্সফরমার উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। আশা করি দ্রুত উদ্ধার সম্ভব হবে।”