জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ

নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পৌর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন (সদর-লাখাই ও শায়েস্তাঞ্জ) আসনের এমপি এবং হবিগঞ্জ পৌরসভার উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

সোমবার সকাল ১১টায় পৌরসভার সভাকক্ষে আয়োজিত এক জরুরী সভায় তিনি এই নির্দেশ দেন।

এমপি আবু জাহির বলেন, পৌরবাসীর দুর্ভোগ লাঘবের স্বার্থে প্রতিটি ড্রেন পরিস্কার করে দিতে হবে। এছাড়াও পুরাতন খোয়াই নদীসহ শহরের বিভিন্ন স্থানে সরকারি জায়গায় নির্মিত স্থাপনাগুলো দ্রুত অপসারণসহ প্রয়োজনীয় সবধরণের ব্যবস্থা গ্রহণে কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি।

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে এমপি আবু জাহির

সভায় বিশেষ অতিথি’র বক্তৃতায় অবৈধ স্থাপনা উচ্ছেদে হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এবং পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা প্রশাসনের পক্ষ থেকে পৌর কর্তৃপক্ষকে সবধরণের সহযোগিতা প্রদান করা হবে বলে জানভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাসের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল ইসলাম ও হবিগঞ্জ পৌরসভার সকল কাউন্সিলর এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।