জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে চেতনা নাশক স্পে পার্টির সক্রিয় সদস্য আটক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পৌরশহরে চেতনা নাশক স্পে পার্টির ফারুক মিয়া (৩০) নামে এক সদস্যকে উপকরণ সহ আটক করেছে স্হানীয় জনতা ও জনপ্রতিনিধি ।

ফারুক মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়নের গোবর খলা গ্রামের মৃত আব্দুস শহীদ এর ছেলে । বুধবার (২৩ আগস্ট ) দিবাগত গভীর রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে ৮ নং ওয়ার্ডের দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামে মোঃ কালা মিয়া বসত বাড়ি থেকে মোঃ ফারুক মিয়াকে স্হানীয় জনতা ও জনপ্রতিনিধিরা আটক করে । এ সময় তাঁর কাছ থেকে উদ্ধারকৃত চেতনা নাশক স্পে , গ্রিল কাটার মেশিন , প্লাস , দেশীয় অনেক হাতিয়ার , বিভিন্ন গাড়ির চাবি , অটোরিকশা সিএনজি ভূয়া নেম প্লেট , সিসি ক্যামেরা সহ বিভিন্ন উপকরণ ।

এ ঘটনা শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল খবর পেয়ে থানার একদল পুলিশ সদস্যকে নিয়ে ঘটনা স্থলে গিয়ে চেতনা নাশক স্পে , উপকরণ সহ ফারুক মিয়াকে থানায় নিয়ে যায় । অপর দিকে হবিগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন । থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল এ প্রতিনিধিকে বলেন , ফারুক মিয়া চেতনা নাশক স্পে পার্টির সক্রিয় সদস্য । চেতনা নাশক স্পে সদস্য গ্যাং লিডার শায়েস্তাগঞ্জের ল্যাংরা তালেব । ফারুক মিয়া বিরুদ্ধে বিভিন্ন থানায় কমপক্ষে ১০ টি মামলা রয়েছে । তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় । পুলিশ বাকিদেরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে ।

উল্লেখ , চেতনা নাশক স্পে প্রয়োগ করে শায়েস্তাগঞ্জে আটটি বাসা থেকে টাকা , বিভিন্ন ব্যান্ডের মোবাইল , স্বর্ণঅলংকার , মোটরসাইকেল , অটোরিকশা সিএনজি , ট্রাক্টর , অটোরিকশা টমটম চুরি সংঘটিত করে নিয়ে যায় দুর্বৃত্তরা । চেতনা নাশক স্পে পার্টির আতংকে শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে ও ইউনিয়নে প্রতিটি পাড়া-মহল্লায় লোকজন রাতজেগে সেচ্ছায় পাহারা দিচ্ছেন এবং এর পাশাপাশি পুলিশ ও কঠোর নজরদারি রেখে কাজ করছেন।