হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় সরকারের ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রম ১ সেপ্টেম্বর থেকে চালু হলেও শায়েস্তাগঞ্জ উপজেলায় তা এখন ও শুরু হয় নি ।
বর্তমান শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৬ জন নবাগত ডিলারদের তালিকায় নাম না থাকায় ডিলাররা ওএমএস আটা বিক্রি করতে পারছে না । ফলে নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্ত পরিবার গুলো পড়েছেন চরম ভোগান্তিতে।
স্থানীয় সূত্রে জানা যায় , গত অর্থ বছরে শায়েস্তাগঞ্জ উপজেলায় পৌরশহরে ওএমএস কার্যক্রম চালু ছিল। তখন স্বল্পমূল্যে চাল ও আটা কিনে নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্ত পরিবার উপকৃত হয়েছিল । কিন্তু এ বছর শায়েস্তাগঞ্জ উপজেলা পৌরসভায় ৬ জন ডিলার তালিকায় নাম বাদ পড়ায় তারা সরকারি স্বল্পমূল্যে পণ্য থেকে বিরত রয়েছে ।
স্থানীয় ডিলাররা জানান , ” গত বছর নিয়মিত শায়েস্তাগঞ্জ পৌর শহরে চাল – আটা বিক্রি করেছে । কিন্তু এ বছর নতুন ডিলার নিয়োগ পেয়ে তালিকায় নাম না থাকায় আটা বিক্রি শুরু করতে পারেনি। শায়েস্তাগঞ্জ পৌর শহরে দ্রুত কার্যক্রম চালুর দাবি জানাচ্ছে ।
শায়েস্তাগঞ্জ পৌর শহরে নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্ত ক্রেতারা বলেন , শায়েস্তাগঞ্জ উপজেলায় অধিকাংশ মানুষ ৮০% নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ । বাজারে দ্রব্যমূল্যের উর্ধগতিতে জীবন যাত্রা কস্ট করে উঠেছে। এর মধ্যে ওএমএস এর আটা না থাকায় তাদের সংকট আরো বেড়েছে ।
শায়েস্তাগঞ্জ পৌর শহরে ওএমএস নতুন ডিলার সাবেক কাউন্সিলর মোঃ মাসুক মিয়া বলেন , ওএমএস আটা বিক্রি জন্য খাদ্য মন্ত্রণালয় থেকে কোনো চিঠি আসেনি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে কিন্তু নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্ত পরিবার আমাদেরকে প্রতিদিন জিজ্ঞেস করছে কবে আটা আসবে এবং পাবো।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস কে অবগত করা হয়েছে। তিনি চেষ্টা চালাচ্ছেন।