জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ পিকআপ আটক, দুই যুবক গ্রেফতার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

জানা যায়, গত ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ রাত ১১.৪৫ ঘটিকার সময় শায়েস্তাগঞ্জ থানার এসআই কাউছার হোসেন ও এএসআই তাজুল ইসলাম, সঙ্গীয় ফোর্সের সহায়তায় নুরপুর ইউনিয়নের মদনপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন প্রবেশমুখ থেকে একটি পিকআপ আটক করেন। এ সময় তল্লাশী চালিয়ে গাড়ি থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলো—
১। তুহিন মিয়া (২৪), পিতা: মোঃ ইসলাম উদ্দিন, মাতা: রওশন আরা বেগম, সাং: বিলাশের পাড়া।
২। মোঃ সাফি (২০), পিতা: মোঃ আঃ কাইয়ুম, মাতা: শামসুন্নাহার, সাং: সাতগাঁও, ইউনিয়ন: সিন্দুরখালি (৪নং), থানা: শ্রীমঙ্গল, জেলা: মৌলভীবাজার।

পরে এসআই কাউছার হোসেন বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা নং-১১, তাং-২২/০৯/২০২৫ খ্রিঃ দায়ের করেন। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ১৯(গ)/৩৮/৪১ ধারায় রুজু করা হয়েছে।