হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১২ বছরের এক ভিকটিমকে উদ্ধার এবং এক যুবককে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫ খ্রিঃ) রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ভিকটিম প্রমি চৌধুরী (১২)। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি মোঃ সাহিল মিয়া (২২), পিতা-শিমুল মিয়া, সাং-পশ্চিম লেঞ্জাপাড়া, থানা-শায়েস্তাগঞ্জ, জেলা-হবিগঞ্জ।
ঘটনার পর বাদীর এজাহার দাখিলের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/৩০ ধারায় মামলা (নং-০৫, তারিখ-২৫/০৭/২০২৫) রুজু করা হয়েছে। পুলিশ আসামিকে যথাযথ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।