হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অধীনে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় সভা এবং থানা পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশ ঢাকা হেডকোয়ার্টার্সের ডিআইজি (অপারেশন) মোহাম্মদ আব্দুল মাবুদ।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুদ থানার সকল অফিসার ও ফোর্সের পদমর্যাদা অনুযায়ী সার্বিক কল্যাণ সংক্রান্ত বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি থানার আইনশৃঙ্খলা কার্যক্রম, দায়িত্ব পালনের চ্যালেঞ্জ ও সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম এবং সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ।
মতবিনিময় সভা শেষে ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুদ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং অফিসার ফোর্সদের দায়িত্ব পালনে সন্তোষ প্রকাশ করেন।
এছাড়াও গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে তিনি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অধীনে অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের চেকপোস্ট কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন পরিবহনের যাত্রী, চালক ও হেলপারদের সঙ্গে কথা বলেন এবং হাইওয়ে পুলিশের কার্যক্রম সম্পর্কে তাদের মতামত শোনেন।


