শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় ইভটিজিংয়ের অভিযোগে এক মাইক্রোবাস চালককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ ১৫ মার্চ সোমবার সকালে পৌর এলাকায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কেনাকাটা করতে এলে মাইক্রো চালক সোবহান মিয়া ইভটিজিং করে।
এ সময় ঐ শিক্ষার্থী চিৎকার করলে স্থানীয় জনতা অপরাধীকে আটক করে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্যাতিতার আবেদন, স্থানীয় লোকজনের স্বাক্ষ্য এবং অপরাধী তার দোষ স্বীকার করে নিলে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত অপরাধী সোবহান মিয়া শায়েস্তাগঞ্জ পৌরসভার জগন্নাথপুর গ্রামের নিবাসী।