হবিগঞ্জের শায়েস্থাগঞ্জ উপজেলায় ১৬ টি দূর্গাপূজা মন্ডপে উপজেলা ও পৌরসভার পক্ষ থেকে ৪ লক্ষ ১৪ টাকা বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে এসব টাকা বিতরণ করেন হবিগঞ্জ -৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এম পি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান এমরান,মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার,শায়েস্থাগঞ্জ থানার ওসি অজয় দেব ও শায়েস্থাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী প্রমুখ।