জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে সিলেটগামী ট্রেনের নীচে কাটা পড়ে এক নারী মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সিলেটগামী আন্ত নগর ট্রেনের নীচে কাটা পড়ে এক অজ্ঞাত নারী মৃত্যুবরণ করেছেন।

সোমবার ১৬ আগস্ট বিকাল ৪টায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত নগর ট্রেনের নীচে খোয়াই নদীর উপর কাটা পড়েন এই নারী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৪টায় অজ্ঞাত এই নারী রেল লাইনের উপর দিয়ে খোয়াই নদী পাড়ি দিতে গেলে সিলেটগামী আন্ত নগর ট্রেনের নীচে কাটা পড়ে যান। অজ্ঞাত এই নারীর বয়স আনুমানিক ৪০ বছর।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাড়ির অফিসার ইনচার্জ হারুনুর রশীদ জানান, আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি, পরিচয় সনাক্তের চেষ্টা করছি।