হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর এর হাতে ঈদ সামগ্রী উপহার দিলেন লন্ডন প্রবাসী রকিব আহমেদ এর ছোট ভাই রিপন আহমেদ।
গত ২০ মে দুপুরে শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজার সোনালী ব্যাংকের সামনে শায়েস্তাগঞ্জের মহলুল সুনাম এলাকার স্থায়ী বাসিন্দা ও লন্ডন প্রবাসী সমাজ সেবক মোঃ রকিব আহমেদ কিছু ঈদ সামগ্রী ও মাক্স হাতে তুলে দেন তার ছোট ভাই রিপন আহমেদ।
এছাড়া বর্তমান পরিস্থিতিতে লন্ডন প্রবাসী রকিব আহমেদ ব্যক্তিগত উদ্যোগে শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাব সহ অন্যান্য ক্লাবে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন।
নিঃস্বার্থ এ সমাজ সেবক নীরবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন রকিব আহমেদ। এ সময়ে এ উপহার ও সামগ্রী প্রদান করায় অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকরা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।