জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জ উপজেলা আ’লীগের কমিটি ঘোষণা

তোফায়েল আহমেদ মনির: হবিগঞ্জের নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কাউন্সিলে উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবালকে সভাপতি ও ইউপি চেয়ারম্যান হুসাইন মোঃ আদিল জজ মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাত ১০ টার দিকে রেলওয়ে পার্কিংয়ে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশ কাউন্সিলে সভাপতিত্বে করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।

জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপির পরিচালনায় উপস্থিত নেতাকর্মীদের কন্ঠভোটে উপজেলা আওয়ামী লীগের এই আংশিক কমিটি ঘোষণা করেন জেলা কমিটির সভাপতি মোঃ আবু জাহির।

অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন,

“কমিটির অন্যান্য পদ জেলা আওয়ামী লীগের সম্মেলনের পরে  ঘোষণা করা হবে।”